১২ হাজার টাকার মধ্যে ভালো ফোন ২০২২ বাংলাদেশ

 ১২ হাজার টাকার মধ্যে ভালো ফোন ২০২২ বাংলাদেশ - আপনি যদি মোবাইল ফোন কিনতে চান এবং আপনার বাজেট যদি ১২ থেকে ১৩ হাজার টাকার ভেতর হয়ে থাকে তাহলে আজকের এই পোস্টটি দেখতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ১২ হাজার টাকার ভিতরে ভালো ফোন সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। তারপরও অবশ্যই ফোন কেনার পূর্বে ভালভাবে যাচাই বাছাই করে নিবেন।


১২ হাজার টাকার মধ্যে ভালো ফোন ২০২২ বাংলাদেশ



১২ হাজার টাকার মধ্যে ভালো গেমিং ফোন ২০২২

আপনি যদি এই গেমের জন্য মোবাইল ফোন কিনে থাকেন আর আপনার ১২,০০০টাকা যদি বাজেট হয়ে থাকে । তাহলে নিচের এই ফলগুলি দেখতে পারেন শুধু গেমিং নয় গেমিং এর পাশাপাশি অবশ্যই মাল্টিমিডিয়া এবং ইন্টারনেট এবং ব্যাটারি ব্যাকআপ ক্ষমতা ভালো এমনই মোবাইল ফোন নিচে তুলে ধরা হল তারপরও কেনার পূর্বে আপনি অবশ্যই যাচাই-বাছাই করে নেবেন।


আর মোবাইল ফোনের দাম কমে বাড়ে তাই অবশ্যই যখন আপনি ফোন কিনবেন তখন আপনি ইন্টারনেটে আবার সার্চ দিয়ে দেখবেন । যে দাম কত রয়েছে আমি এখানে যে দাম বর্তমানে রয়েছে সেই দামে তুলে ধরছে কেনার পূর্বে যাচাই করে নিবেন।


vivo y12s price in Bangladesh ১২ হাজার টাকার মধ্যে ভালো ফোন


প্রথমেই আপনাদের সামনে ১২,০০০ হাজার টাকার ভিতরে আইফোন টি তুলে ধরেছি সেটি হল vivo y12s ।

লাইট গেম খেলার পাশাপাশি আপনি অন্যান্য গেম গুলো খুব খেলতে পারবেন। আর এর ব্যাটারি ব্যাকআপ ক্ষমতা ভাল পাবেন চাইলে এই ফোনটি আপনি দেখতে পারেন।


    Price: ৳11,990 3/32 GB


    Screen: 6.51 inches,720 x 1600 pixels 


    Processor: Octa-core -Mediatek Helio P35 

    OS: Android 10

    RAM: 3 GB


    Storage: 32 GB


    Battery: 5000 mAh


    Camera: Dual 13+2 Megapixel


    Selfie: 8 Megapixel



Xiaomi Redmi 9 Activ  price in Bangladesh ১২ হাজার টাকার মধ্যে ভালো ফোন


এখন আমি আপনাদের সামনে Xiaomi Redmi 9 Activ  ফোনটি নিয়ে কথা বলবো। অবশ্যই এটি ১২০০০ টাকার ভিতরে নিতে পারেন । এই ফোনে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য অনেক ভালো কাজ করবে। গেমিং ফোন হিসেবে বলা চলে লাইট ভার্সন গেম গুলি  খেলতে পারবেন তবে হাইরেজুলেশন গেম খুব একটা ভালো খেলতে পারবেন না। আর ব্যাটারি ব্যাকআপ ক্ষমতা বলতে গেলে ভালই পাবেন । চাইলে আপনি এই ফোনটি দেখতে পারেন।


Price BDT 11,990 (expected)

OS: Android 10, MIUI 12

 Released: 2021, September 24


Display: 6.53" 720x1600 pixels


Camera: 13MP 1080p


RAM: 4/6GB RAM Helio G35


Battery: 5000mAh Li-Po


Symphony Z30 Pro price in Bangladesh ২০২২


আপনার বাজেটের থেকেও ১০০০ টাকা কম অর্থাৎ ১১০০০ টাকায় আপনি এই symphony z30 ফোনটি নিতে পারেন।  টাকা-কম হিসেবে এই ফোনটির কিন্তু অন্যান্য দিক একেবারে খারাপ বলা যাবে না।  আপনার 4gb RAM ও  64gb রম রয়েছে । ব্যাটারি ব্যাকআপ এর ক্ষমতা যদি বলেন তাহলে বলা যায় যে অনেক ভালো । তবে গেমিং এর ক্ষেত্রে কিছুটা রিভিউ খারাপ পাওয়া গেছে । তবে অন্যান্য দিক ইন্টারনেট ব্রাউজিং বা মাল্টিমিডিয়ার যে সকল কাজ তার জন্য খুবই ভালো। তবে সবকিছু মিলিয়ে আপনি এই ফোনটি আপনার বাজেটের ভিতর রাখতে পারেন । গেম একেবারে যে আপনার বাজে পারফরম্যান্স করে এমন না। হাই রেজুলেশনের গেমগুলি একটু হ্যাং করে তবে আপনার বাজেটের তুলনায় খারাপ বলা যাবে না।




   Price: ৳10,890 4/64 GB


    Screen: 6.52 inches,HD+ 1600 x 720 pixels 


    Processor: Octa-core, MediaTek Helio A25


    RAM: 4 GB

  OS: Android 10


    Camera: Triple 13+2+5 Megapixel

    Storage: 64 GB


    Battery: 5000 mAh


    Selfie: 8 Megapixel


Xiaomi Poco C3 price in Bangladesh ১২ হাজার টাকার মধ্যে ভালো ফোন

এবারের তালিকায় ১২,০০০ টাকার ভেতর আপনার জন্য যে ফোনটির কথা বলা হয়েছে সেটি হল Xiaomi Poco C3 । চাইলে আপনি দেখতে পারেন খুব ভালোভাবে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন । এছাড়াও আপনি মাল্টিমিডিয়ার যতগুলো কাজ রয়েছে সবগুলোই খুব ভালোভাবে করতে পারবেন। গেমিং এর ক্ষেত্রে বলা চলে ভালই খেলতে পারবেন তবে একেবারে হাই রেজুলেশনের গেম খুব ভালো পারফর্মেন্স পাবেন না হ্যাং করবে । আর ব্যাটারি ব্যাকআপ ক্ষমতা আপনি এই ফোনে ভালই পাবেন।


Price: 11,999 3/32 GB  টাকা


     12,999 4/64 GB টাকা


OS: Android 10


     Camera: Triple 13 + 2 + 2 Megapixel


     Selfie: 5 Megapixel


     Screen: 6.43 inches, HD + 720 x 1600 pixels (270 ppi)


     Processor: Octa core, MediaTek Helio G35 (12 nm)


     RAM: 3/4 GB


     Storage: 32/64 GB


   Battery: 5000 mAh


     



12 হাজার টাকার ভিতরে ভালো গেমিং চারটি মোবাইল ফোন  আপাতত আমি আপনাদের জন্য রাখছি। পরবর্তীতে আপডেট করা হবে এই পোস্টটি । এখানে আরো বেশ কয়েকটি মোবাইল ফোন এর রিভিউ করা হবে তাই সাথেই থাকবেন।

Next Post Previous Post